Ads
Bangla_Rap_song

Tomar Khachaye Bondi(তোমার খাঁচায় বন্দি) lyrics |Mcc-e Mac |Gk|

Tomar Khachaye Bondi lyrics In Bangla :

Tomar Khachaye Bondi Lyrics, is sung by Mcc-e Mac  Gk, lyrics written by Gk & Mcc-e Mac, music composed by Shib, satrring: Sabrina Jahan, Mcc-e Mac, Gk.

Title :  Tomar Khachaye Bondi(তোমার খাঁচায় বন্দি)  
Artist : Mcc-e Mac , Gk
Lyrics By : Gk & Mcc-e Mac
Music : Shib
Cast : Sabrina Jahan, Mcc-e Mac, Gk

Tomar Khachaye Bondi Lyrics In Bengali:

তোমার খাঁচায় মনটা বন্দি
ছাইড়া দিবা যাবো না
তুমি আমার গলার মালা
তোমার মতন কেউ আর হবে না
তোমায় ভাবি সন্ধ্যা দুপুর
সাদা কালো জোছনা
খোলা চুলে বেলি ফুল
আমি ছাড়া কেউ আর দিবে না
বাপের পোলা কানা প্রেমের
বারো আতিস জানা মানা
কলসি অত পাবা রাইতের
শুনে নাইসে মানা
আমার আপন পোষা ময়না
আমার সাথে কথা কয়না
খাইয়া জ্ঞান হারাইয়া গেসে
সিধা থাকা যায়না
আপন যারে ভেবেছি
ছাইড়া দিতে দেখেছি
আমি ভালো তারে বেসেছি
তাই কষ্ট পেতে এসেছি
আগে যদি জানতাম বন্ধু
পিছু পিছু ঘুরতাম না
পাখি যদি আমার হইত
অন্য খাছায় সে তো যাইত না

তোমার খাঁচায় মনটা বন্দি
ছাইড়া দিবা যাবো না
তুমি আমার গলার মালা
তোমার মতন কেউ আর হবে না
তোমায় ভাবি সন্ধ্যা দুপুর
সাদা কালো জোছনা
খোলা চুলে বেলি ফুল
আমি ছাড়া কেউ আর দিবে না
তোমার খাঁচায় মনটা বন্দি
ছাইড়া দিবা যাবো না
তুমি আমার গলার মালা
তোমার মতন কেউ আর হবে না
তোমায় ভাবি সন্ধ্যা দুপুর
সাদা কালো জোছনা
খোলা চুলে বেলি ফুল
আমি ছাড়া কেউ আর দিবে না
See also  Ki jaadu khoriya tumi ( কি জাদু করিয়া তুমি ) lyrics || C - let ||SQ ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button