Ads
Overall

Tomar Shunnotay || তোমার শূণ্যতায় by Cyanide (Bangladeshi Band) ||

Tomar Shunnotay  || তোমার শূণ্যতায় by Cyanide (Bangladeshi Band) || 

Tomar Shunnotay is the 3rd single of CYANIDE.Tomar shunnotay song lyrics in Written by Md Shajid & Prottoy Chowdhury.

Credits

  • Song : Tomar Shunnotay
  • Lyric : Md Shajid & Prottoy Chowdhury
  • Tune : Md Shajid & Saki Mahdi
  • Composition : Md Shajid
  • Mix & Master : Syed Arif Al Hoque
  • Studio : Genesis Music Home & Studio, Acoustic Artz & Funk Noodles.
  • Video : Tanveer Islam

Current lineup:-

  • Voice: Saki
  • Lead Guitar: Shajid
  • Riff Guitar: Hayat
  • Bass Guitar: Swapno
  • Drums: Prottoy
  • Manager: Alamin

Tomar Shunnotay ( তোমার শূণ্যতায় ) song lyrics by Cyanide (Bangladeshi Band) :

নীল রঙে গাঁথা তোমার ঐ মিষ্টি অন্তরা…

সুবাস ছড়ায় আমার গানের সুরে…

কল্পলোকে আমার গহীন অন্তরালে 

একেছি তোমায় অন্তমিলের অভিধানে…

See also  Tobu Mon | তবু মন | lyrics By Meghdol | Aluminium Er Dana | Banglalyrics580|

নিয়ন আলো ভেজা আমার এই আবছা গল্পকথা

ভেসে যায় তোমার ঐ লেখার মাঝে 

স্বপ্ন ভেঙ্গে হঠাৎ ভীষণ অন্ধকারে 

জাগাবো তোমায় আবার শব্দের শব্দ সুরে…

আছো তুমি বিধে আমার ইন্দ্রজালে

যেমনটি ঢেকে রয় তারারা মেঘান্তরে

তুমি থাকো নিরব অবুঝ প্রলাপে

শিহরিত আবেগ অনুভূতির মায়া ভেঙ্গে।

আকাশের সকল অসীমতা চিরে

হারাবো দুজন মহাশূন্যের আলোর মিছিলে

উড়ে যাক মেঘেদের যুদ্ধ মেঘ হয়ে

পরাজয়ের একরাশ প্রান্ত গ্লানিতে

প্রনয় আর প্রলয়ের মিথ্যে মায়া জালে

ভোর হোক পৃথিবীর তৃপ্ত উল্লাসে।

সময় আর স্রোত ব্যস্ত অলিক স্বপ্নে

বিভ্রান্ত আমি চলি তোমার ছায়ার স্পর্শে

মিষ্টি বাতাস যেন রক্তিম আকাশ হয়ে

স্পর্শ করে আমায় নির্জন সুরে

তুমি ফিরে এসো সেই অপার মুগ্ধতায়  ভেজা চাঁদের 

মলিন হাসি হয়ে আমার মৃত উষতায়

কিংবা প্রাণের দৃপ্ত উল্লাস পূর্ণ পৃথিবী হয়ে অপার

ইচ্ছে গুলোর ভিজে হারিয়ে তোমার মুগ্ধতায়

সিক্ত আমি পিছু ফিরে দেখি তোমায় আমার স্বপ্ন মঞ্চে

গল্প শেষে আবার আমি আমায় খুঁজি স্মৃতির ঘরে

See also  Montare Puraia Re Doyal lyrics || মনটা রে পুড়াইয়া রে || Oxygen || Folk Song ||

ফিরে এসো সেই অপার মুগ্ধতায়  ভেজা চাঁদের 

মলিন হাসি হয়ে আমার মৃত উষতায়

কিংবা প্রাণের দৃপ্ত উল্লাস পূর্ণ পৃথিবী হয়ে অপার

ইচ্ছে গুলোর ভিজে হারিয়ে তোমার মুগ্ধতায়

নির্জনতায় সেই অবাক আলোর শিশির ভেজা তপ্ত রোদের 

অতপ্ত হাসি হয়ে অন্ধ মুগ্ধতায় কিংবা

স্রোতের ব্যস্ত উচ্ছাসে পূর্ণ স্মৃতির উৎসব হয়ে ইচ্ছে

গুলোর স্রোতে খুঁজেছি তোমায় শূন্যতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button