Minar
Tomar Valo Hok ( তোমার ভালো হোক ) Lyrics | Minar | mr. & ms. chapabaz new bengali drama song |
Table of Contents
Tomar Valo Hok Lyrics by Minar Rahman :
Tomar Valo Hok Song Is Sung by Minar Rahman from Mr. & Ms. Chapabaz Bangla Natok. Starring: Apurba And Mehazabien Chowdhury. Music Composed by Rezwan Sheikh And Tomar Bhalo Hok Lyrics In Bengali Written by Mehedi Hasan Limon.
Song: Tomar Valo Hok | তোমার ভালো হোক
Singer: Minar
Lyric: Mehedi Hasan Limon
Tune & Music: Rezwan Sheikh
Drama: Mr. & Ms. Chapabaz
Cast: Apurba & Mehazabien
Director: Rubel Hasan
DOP: Kamrul Islam Shubho
Edit & Color: Agun Suvo
Produced: Sk Shahed Ali
Label: Central Music and Video [CMV]
Released Date: 12-08-2020
Produced and Distributed by Central Music and Video [CMV].
Tomar Valo Hok Song Lyrics In Bengali :
চলে যাওয়া বলে কিছু নেই
সবই ফিরে ফিরে আসা,
জীবন গড়া ভীষণ কঠিন
পদ্ম পাতার জলে ভাসা।
তোমার স্বপ্ন ঘেরা চোখ
আমার সুখের অসুখ ..
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক,
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক।।
যোগাযোগ কমে যায় ধীরে ধীরে
সময়ের বয়স বাড়ে দিন দিন,
শুকনো গোলাপ জানে ডাইরির ভাঁজে
স্মৃতিরা কিভাবে হয় মলীন।
তবুও সেই স্মৃতি গুলো
তুমি হয়ে বেঁচে থাকুক ..
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক,
আমি আজো শুধু চাই
তোমার ভালো হোক।।
যোগ-বিয়োগের নিছক খেলায়
মুখ ফিরিয়ে সবাই থাকে দূরে,
কুয়াশা ঘেরা সেই পথের ভিড়ে
বারেবারে আমি যাই হারিয়ে।
জানি নেই কোনো কিছুই
তবুও সে ফিরে আসুক..
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক,
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক।।
তোমার ভালো হোক লিরিক্স – মিনার রহমান :
সবই ফিরে ফিরে আসা,
জীবন গড়া ভীষণ কঠিন
পদ্ম পাতার জলে ভাসা।
তোমার স্বপ্ন ঘেরা চোখ
আমার সুখের অসুখ ..
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক,
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক।।
যোগাযোগ কমে যায় ধীরে ধীরে
সময়ের বয়স বাড়ে দিন দিন,
শুকনো গোলাপ জানে ডাইরির ভাঁজে
স্মৃতিরা কিভাবে হয় মলীন।
তবুও সেই স্মৃতি গুলো
তুমি হয়ে বেঁচে থাকুক ..
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক,
আমি আজো শুধু চাই
তোমার ভালো হোক।।
যোগ-বিয়োগের নিছক খেলায়
মুখ ফিরিয়ে সবাই থাকে দূরে,
কুয়াশা ঘেরা সেই পথের ভিড়ে
বারেবারে আমি যাই হারিয়ে।
জানি নেই কোনো কিছুই
তবুও সে ফিরে আসুক..
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক,
আমি আজও শুধু চাই
তোমার ভালো হোক।।
তোমার ভালো হোক লিরিক্স – মিনার রহমান :
Chole jaowa bole kichu nei
Sobi phire phire asha
Jibon gora vishon kothin
Podmo patar jole bhasa
Tomar shopno ghera chokh
Amar sukher oshukh
Ami aajo sudhu chai
Tomar valo hokh
Jogajog kome jaay dhire dhire
Somoyer boyos bare din din
Shukno golap jaane dairir vaje
Smritira kivabe hoy molin
Tobuo sei smriti gulo
Tumi hoye benche thakuk
Jog biyoger nichok khelay
Mukh firiye sobai thake dure
Kuasha ghera sei pother bhire
Barebare ami jai hariye
Jani nei kono kichui
Tobuo se phire ashuk
Ami aajo shudhu chai
Tomar bhalo hok
Ami aajo shudhu chai
Tomar bhalo hok
Tomar bhalo hok