Tomay Ami Paite Pari Baji (তোমায় আমি পাইতে পারি বাজি) lyrics || Hashem Mahmud ||
Table of Contents
Tomay Ami Paite Pari Baji Song By Hashem Mahmud :
Tomay Ami Paite Pari Baji Beautiful Song is Sung Hashem Mahmud.Gonga Jodi Jaite Pari Song lyrics In Bengali written by Hashem Mahmud.
Song: Tomay Ami Paite Pari Baji
Vocal: HASHEM MAHMUD
Lyrics: HASHEM MAHMUD
Tune: HASHEM MAHMUD
Tomay Ami Paite Pari Baji Song lyrics In Bengali:
গঙ্গা যদি যাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
ভ্রমর কালো নদী
তরী যদি বাইতে পারি
সাদা পাল উড়াইতে পারি
ভ্রমর কালো নদী
নদীতে তুফান উঠিলে
তরী যদি না সেচিলে
অঘটনেও রাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
একবার আমি গিয়েছিলাম
পাহাড়ি অঞ্চল
পাহাড়ি কন্যারে তোর
চোখ দুটো ছল ছল
একবার আমি গিয়েছিলাম
পাহাড়ি অঞ্চল
পাহাড়ি কন্যারে তোর
চোখ দুটো ছল ছল
জল…
কেনো চোখে জল
বল…
মেয়ে তুই বল..
জল…
কেনো চোখে জল
চঞ্চল
মেয়ে তুই বল..
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
আবার আমি গিয়েছিলাম
নীল সাগরের জল
সাগরের কন্যা রে মন
পাইনি সে অকুল
জল…
কেনো চোখে জল
বল…
মেয়ে তুই বল..
জল…
কেনো চোখে জল
চঞ্চল
মেয়ে তুই বল..
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
গঙ্গা যদি যাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
ভ্রমর কালো নদী
তরী যদি বাইতে পারি
সাদা পাল উড়াইতে পারি
ভ্রমর কালো নদী
নদীতে তুফান উঠিলে
তরী যদি না সেচিলে
অঘটনেও রাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
Tomay Ami Paite Pari Baji Video Song By Hashem Mahmud :