Ads
Samz vai

Tui boro Beiman re Bondhu lyrics By Samz Vai || Banglalyrics580 ||

Song : Tui boro Beiman re Bondhu

Singer: samz vai

Lyrics : Samz Vai

Tune : Samz Vai

Tui Boro Beiman Re Bondhu In Bangla lyrics :  

আমার সাধের রঙিন স্বপ্নো গুলা কাইরা নিলো কে

আমারে ভুইলা গিয়া ভালোই আছে সে

আমার অগোছালো জীবনটা গোছাই দিবো কে
হারানো সব ভালোবাসা দে ফিরাইয়া দে
ভুইলা গেলি আমারে তুই নতুন কোনো টানে
কষ্ট গুলা উঁড়াই দিলাম কইয়া গানে গানে
কইয়া গানে গানে.

তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান
তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান
ভুল বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।

বেঈমান হইয়া গেলি বন্ধুরে তুই কথা রাখলি না,
কেমন আছি আমি একটা বারও খবর নিলি না।
জীবন নামের ঐ চলতি পথে চাক্কা করলি লিক,
একটা কোনায় পইরা আছি আমি হারাইয়া সব দিক।
এহন কোন দিকে আমি যামু কোন খানে তুই আছোচ,
নতুন কাউরে পাইয়া তুই কি আমায় ভুইল্লা গেছোচ।
তুই তো ভুইলা গেছোচ আমায় আমি ভুলতে পারি না,
তুই কি ভাবছোচ আমি তোরে এহন ভালোবাসি না।
ঠিক আছে ভালা থাক তুই আমায় ছাইড়া,
সারা জীবন আমি যামু তোরে ভালোবাইসা।
না না এইডাই হইবো আমায় ভালোবাসিস না,
তোর মতো তুই থাকিস আমায় আর তুই ডাকিস না।

তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান,
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।

তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান,
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।
তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান,
ভুল বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।
# সমাপ্ত #

See also  Kothay jabi (কোথায় যাবি) By Samz Vai ||samz vai song 2019||Bangla Lyrics||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button