Samz vai
Tumi purnimari alo lyrics by samz vai || Bangla lyrics||
Song Name : Tumi purnimari alo
Singer : Samz Vai
তুমি পূর্নিমারি আলো আমার সোনার ময়না পাখি
চোখ কানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি
আমার ভাল্লাগে না কিছু তোমাকে ছাড়া
প্রতি টা সময় যেনো লাগে দিসে হারা
কেনো তুমি বুঝ না
আমার মনের ব্যাথা
পাবো তোমায় খুজে আমি কোথায়
সেই তুমি কেনো এত অচেনা
আমাকে তুমি বুঝেও বুঝলে না
তুমি পূর্নিমারি আলো আমার সোনার ময়না পাখি
চোখ কানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি
আমার ভাল্লাগে না কিছু তোমাকে ছাড়া
প্রতি টা সময় যেনো লাগে দিসে হারা
হৃদয়টার মাজারে রাখিলাম আদরে
কত যত্নে পুষিয়া
এভাবে আমাকে অবহেলা করে
কেনো গেলে চলিয়া (2x)
কে বুঝে আমাকে তুমি বিহনে
ভুলে গেছো কি সব সৃতি
বুঝি না কেনো যে রোজ রাতে স্বপ্নে
শুধু করো ডাকাডাকি
তুমি পূর্নিমারি আলো আমার সোনার ময়না পাখি
চোখ কানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি
আমার ভাল্লাগে না কিছু তোমাকে ছাড়া
প্রতি টা সময় যেনো লাগে দিসে হারা
তুমি পূর্নিমারি আলো আমার সোনার ময়না পাখি
চোখ কানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি
আমার ভাল্লাগে না কিছু তোমাকে ছাড়া
প্রতি টা সময় যেনো লাগে দিসে হারা