Overall
Ushno Shohore ( উষ্ণ শহরে ) lyrics – Turzo
Table of Contents
Ushno Shohore Song By Turzo:
- Track – Ushno Shohore
- Artist – Azmain Muhtasim Mir Turzo
- Lyrics, Tune, Composition – Azmain Muhtasim Mir Turzo
- Guitar, Keyboard, Audio Edit – Wasi Mazumder
- Bass – Mashfique Haque
- Mix & Mastering – Joy Saha (Studio Mughlai)
- Studio Partner – Studio Mughlai, Studio 100 Miles
- Promotional Partner – Heavy Metal Lyrics N Meme Hub
Music Video –
- Starring – Azmain Muhtasim Mir Turzo, Wasi Mazumder, Shawon PD
- Screenplay – Wasi Mazumder
- Assistant DOP – Rifath Imdad
- Drone – Shamrat Neero
- DOP & VFX – Hasibul Hasan
- Director – Zahid H Zian
Ushno Shohore Song lyrics in Bengali:
হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে
দূরে দূরে যাচ্ছে মন
ধূলায় ধূলায় নেচে নেচে
কেন পাগলপারা মন
ও লা লা লা.. লা লা.. লা…
স্মৃতিতে আমার অসুখ ছিল
চোখেতে ছিল ঘোর
উষ্ণতার বিষন্নতায় স্বপ্নেরা বিভোর
বহুদিন পরে উষ্ণ শহরে
নতুন ছন্দে হারাই জীবন
হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে
দূরে দূরে যাচ্ছে মন
ধূলায় ধূলায় নেচে নেচে
কেন পাগলপারা মন
ও লা লা লা.. লা লা.. লা…
সবুজ পাতার আলত আলোয়
চেয়ে থাকি রঙ্গীন আশায়
দাঁড়িয়ে থাকি মুগ্ধতায়
ধূলায় ধূলায় হাওয়ায় হাওয়ায়
বহুদিন পরে উষ্ণ শহরে
নতুন ছন্দে হারাই জীবন
হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে
দূরে দূরে যাচ্ছে মন
ধূলায় ধূলায় নেচে নেচে
কেন পাগলপারা মন
ও লা লা লা.. লা লা.. লা লা লা..