Samz vai
Vule jeo na By Samz vai || ভুলে যেওনা ভুলে যেওনা || Bangla Lyrics||
Singer : Samz vai
ভালবাসার দাম যদি বুঝতে তুমি
করিতে না এমন
তোমার এই ভালো বাসি আমার
বকে জ্বলে দহন
কেনো এমন বল হবে
আমার সাথে
কেনো কর এমন ছলনা
কি সুখেরও আছো ভালো করে জানি
তবুও একটি বার বল না
ভুলে যেওনা ভুলে যেওনা
তোমায় ছাড়া এই মন মানে না
কোথায় আছো কেমন আছো
তুমি ছাড়া আমার কিছু ভালো লাগে না
ভালবাসার দাম যদি বুঝতে তুমি
করিতে না এমন
তোমার এই ভালো বাসি আমার
বকে জ্বলে দহন
কেনো এমন বল হবে
আমার সাথে
কেনো কর এমন ছলনা
কি সুখেরও আছো ভালো করে জানি
তবুও একটি বার বল না
ভুলে যেওনা ভুলে যেওনা
তোমায় ছাড়া এই মন মানে না
কোথায় আছো কেমন আছো
তুমি ছাড়া আমার কিছু ভালো লাগে না
ভুলে যেওনা ভুলে যেওনা
তোমায় ছাড়া এই মন মানে না
কোথায় আছো কেমন আছো
তুমি ছাড়া আমার কিছু ভালো লাগে না|
♪♪♪Vule jeo na-Samz vai♪♪♪