এখন এমনই হবার কথাই ছিলো, জানো? | Ekhon Emoni Hobar Kothai Chilo Jano? | Aseer Arman | আসির আরমান |Banglalyrics580|
Ekhon Emoni Hobar Kothai Chilo Jano Song By Aseer Arman :
SONG DETAILS:
Song : Ekhon Emoni Hobar Kothai Chilo Jano
Singer : Aseer Arman
Lyrics : Aseer Arman
Music : Aseer Arman
Ekhon Emoni Hobar Kothai Chilo Jano Song Lyrics In Bengali :
জানো?
ঘোরতর ব্যপ্তিকাল বেড়েই যাবে
প্লাবনের মত
কত কত ক্ষতদাগ শোনাবে
প্রেরণাস্তুতির মত
শত স্তম্ভের বালিডুবি হবে,
দম্ভের মরুঝড়ে ঝিকিমিকি জোনাক
বিঁধবে চোখে ঝিকিঝিকি ঝিঁঝিঁর মত
তুমি চোখের সামনে আঁধার মেলে
ধরো তুমি আমার পিয়াল বনে;
অমন করে যাচ্ছো বয়ে তাই
তুফান এই মনে কতো
কত্তোবারই নিজেকে বোঝাবে;
চুলার আঁচটা ভুলে গিয়ে
আধখাওয়া ফল তেমন পরে থাকে,
যেমন আমিও তোমার ফুল ফুটিবে
সন্ধ্যারাত মনের বাসায় ফুলটা
যাক একটা কথা দাওনা;
✘✘My Other Blog✘✘
♪♪SONGLYRIC71♪♪
সুরে বাঁধি তাই গহীন জলে
নৌকা যাক ফুল পাখি আর সুরটা থাক আমরা নাহয় ধুপকুয়াশায় বাঁচি?
তাই শোন সুবন্ধু,
হাতে রাখবে যদি হাত
একই পাতে মেখো ভাত,
মাথায় হাত বুলাবো যদি
এ হাত ভাবো শক্ত উঁচু ছাদ
][ সমাপ্ত ][