Ads
Minar

তুমি আঁকছ কেন সেই রঙ্গিন ছবি লিরিক্স (tumi akco keno shey rongin cobi lyrics)

প্রিয় পাঠক আপনি যদি অনলাইনে ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন তুমি আঁকছ কেন সেই রঙ্গিন ছবি লিরিক্স (tumi akco keno shey rongin cobi lyrics) পাওয়ার জন্য তবে একদম সঠিক জায়গায় এসেছেন। বিভিন্ন গান, কবিতা ও চন্দের লিরিক (Lyrics) নিয়ে ভরপুর আমাদের ওয়েবসাইট। চলুন তাহলে শুরু করা যাক।

Song Name : Neel
Singer : Minar Rahman
Album : Ari

তুমি আঁকছ কেন,সেই রঙ্গিন ছবি

কেন দেখছো,দূরের ঐ আকাশ
তুমি হাঁটছো কেন,একা একলা পথে
তবু পথটার একাই বসবাস। 

কেন শেষ বিকেলের,সে পড়ন্ত রোদে

তুমি গাইছো নতুন কোন গান
কেন জোছনা রাতে,রঙ্গিন ক্যানভাসে 
তবু কাঁদছে তোমার অভিমান
স্বপ্ন দেখার সেই প্রিয় দিন
আজও রঙ্গিন অমলিন আরও নীল
দূরের আকাশ মেলছে ডানা
শুভ্র গাঙ্গচিল বৃষ্টির ফোঁটায়
আকছি ছবি সেই ধুসর
কবিতার আমি অন্ধ কবি
ভোরের আলোয় কবিতারা
সব ছন্দে মাতাল।

ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে তুমি আঁকছ কেন সেই রঙ্গিন ছবি লিরিক্স (tumi akco keno shey rongin cobi lyrics) খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। 

See also  Tobe By Minar Rahman ||Lyrics By Minar Rahman||minar new song 2019||Bangla Lyrics||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button