Ads
Overall

রেল লাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে লিরিক্স (rail liner oi bostite lyrics)

আপনি যদি ইতিমধ্যে অনলাইনে এসে অনুসন্ধান করে থাকেন রেল লাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে লিরিক্স (rail liner oi bostite lyrics) তবে একদম সঠিক জায়গায় এসেছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক।

রেল লাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে লিরিক্স

রেল লাইনের ওই বস্তিতে
জন্মেছিল একটি ছেলে
মা তার কাঁদে
ছেলেটি মরে গেছে
হায়রে হায়
বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ
সারাদিন ছোটাছুটি কিশোর কিশোরী
দাড়িয়াবান্ধা বউছি ডাঙ্গুলি
কানামাছি ভো ভো যারে পাবি তারে ছো
হইচই সারাদিন আর আনন্দে
সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা
ঘুমন্ত শহরে রুপালি রাতে
সপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টরে শিকল আলোড়ন জড়িয়ে
আমি আছি আছি
তোমার স্মৃতিতে
ভালবাসার সরল বাঁধন ছিড়ে
চলে গেছ এ হৃদয়টাকে ভেঙ্গে
শহরে
মন কেন মানে না
নিঝুম আধার কাটে না
প্রতিক্ষায় জীবন আমার
কেঁদে কেঁদে খোয়ে খোয়ে যায়
হায় জালা জালা জালা এই মন জুড়ে
হায় জালা জালা জালা এই অন্তরে
এত নিষ্ঠুর কেন হলে?
জানালার বাহিরে দেখি কত রঙ কত উৎসব
পর্দার আড়ালে থেকে দেখি আমি সব
হে সমাজ,
আমি চাই না তোমার আশ্রয়
হে সমাজ,
আজ নেই যে মনে সংশয়
নীল আকাশের নিচে পাখির কলতানে
তবু গেয়ে যাচ্ছি গিটারটা নিয়ে
ফুলের সুবাস বাতাসে ভেশে আসে
এত সুখের মাঝেও কেন চোখে পানি আসে
চারিদিকে আধার অশ্লীল কাল
স্রষ্টার কাছে মিনতি দেখাও একটু আলো
আমার জেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
সূর্যের কাছে আমার অনেক ৠণ আছে
তাই আমি দেখতে চাই না এই সূর্যটা কে
আমার জেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
বৃষ্টি ভেজা পথে মনে পড়ে
সোডিয়ামের সোনার আলো
আমার পরপর তোমার হাত
মনে কি পড়ে সেই রাত গুলো
সব পাখি নীড়ে ফেরে
সম্ন দিনের শেষ সাগরে
ঠিকানা বিহিন চলি আমি নিশঙ্গ এ ভবভুরে….
আজও আমি ফিরে আসি কিশের টানে
সব কিছু মনে রাখি কি কারনে
কত কথা কত ব্যাথা আমার মনে
জড় হয়ে ঝরে পড়ে আমার কানে
আধারে নয়
আলোতে ভয় দৃশ্য গুলো শব্দময়
শূন্যতার ভীড়ে হারিয়েছে স্তব্ধ সময়
সপ্নে নয় ঘুমে নয় সপ্ন গুলো দৃশ্যময়
শূন্যতায় নিরবাসিত রয় স্তব্ধ সময়
স্পর্শ নয় মৌনতা নয়
পাশা পাশি থাকা
কাব্য নয় রাত জাগা নয়
পাশা পাশি থাকা
রোদের ভেতরে রোদ
ক্রোধের ভেতরে ক্রোধ
রোদের ভেতরে রোদ
ক্রোধের ভেতরে ক্রোধ
পেছনে ফেলে সব স্মৃতি গুল আমি অজানায়
চারিদিক শব্দহীন অনন্ত অসীম
উজ্জ্বল আঁধারের  মাঝে কায়াহীন
তোমার নিঃশ্বাসে কিশের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অসুভব কামনা
সব সব সব সব
সব আঁধার শেষে বিষণ্ণ চাঁদের আলোয়
তোমার দরজায় কড়া নাড়ে
সীমাহীন কাতরতায় ভরে আছে
মুমূর্ষু
তারও আগে ধ্রুবশরে ভেশে যায় অপরাপর

হিমঘর থেকে বলি আমার কোনো পৃথক অস্তিত্ব নেই

See also  Boshondharar Buke Lyrics || Paban Das Baul And Sam Mills ||

Tengo Un Negrito Chulo – Minerva

play now

rail liner oi bostite lyrics

ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে রেল লাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে লিরিক্স (rail liner oi bostite lyrics) খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button