Overall
রেল লাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে লিরিক্স (rail liner oi bostite lyrics)
আপনি যদি ইতিমধ্যে অনলাইনে এসে অনুসন্ধান করে থাকেন রেল লাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে লিরিক্স (rail liner oi bostite lyrics) তবে একদম সঠিক জায়গায় এসেছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক।
Table of Contents
রেল লাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে লিরিক্স
করেল লাইনের ওই বস্তিতে
কজন্মেছিল একটি ছেলে
কমা তার কাঁদে
কছেলেটি মরে গেছে
কহায়রে হায়
কবাংলাদেশ
কবাংলাদেশ বাংলাদেশ
কবাংলাদেশ
কসারাদিন ছোটাছুটি কিশোর কিশোরী
কদাড়িয়াবান্ধা বউছি ডাঙ্গুলি
ককানামাছি ভো ভো যারে পাবি তারে ছো
কহইচই সারাদিন আর আনন্দে
কসুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা
কঘুমন্ত শহরে রুপালি রাতে
কসপ্নের নীল চাদর বিছিয়ে
ককষ্টরে শিকল আলোড়ন জড়িয়ে
কআমি আছি আছি
কতোমার স্মৃতিতে
কভালবাসার সরল বাঁধন ছিড়ে
কচলে গেছ এ হৃদয়টাকে ভেঙ্গে
কশহরে
কমন কেন মানে না
কনিঝুম আধার কাটে না
কপ্রতিক্ষায় জীবন আমার
ককেঁদে কেঁদে খোয়ে খোয়ে যায়
কহায় জালা জালা জালা এই মন জুড়ে
কহায় জালা জালা জালা এই অন্তরে
কএত নিষ্ঠুর কেন হলে?
কজানালার বাহিরে দেখি কত রঙ কত উৎসব
কপর্দার আড়ালে থেকে দেখি আমি সব
কহে সমাজ,
কআমি চাই না তোমার আশ্রয়
কহে সমাজ,
কআজ নেই যে মনে সংশয়
কনীল আকাশের নিচে পাখির কলতানে
কতবু গেয়ে যাচ্ছি গিটারটা নিয়ে
কফুলের সুবাস বাতাসে ভেশে আসে
কএত সুখের মাঝেও কেন চোখে পানি আসে
কচারিদিকে আধার অশ্লীল কাল
কস্রষ্টার কাছে মিনতি দেখাও একটু আলো
কআমার জেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
কসূর্যের কাছে আমার অনেক ৠণ আছে
কতাই আমি দেখতে চাই না এই সূর্যটা কে
কআমার জেন মৃত্যু হয় সূর্য ওঠার আগে
কবৃষ্টি ভেজা পথে মনে পড়ে
কসোডিয়ামের সোনার আলো
কআমার পরপর তোমার হাত
কমনে কি পড়ে সেই রাত গুলো
কসব পাখি নীড়ে ফেরে
কসম্ন দিনের শেষ সাগরে
কঠিকানা বিহিন চলি আমি নিশঙ্গ এ ভবভুরে….
কআজও আমি ফিরে আসি কিশের টানে
কসব কিছু মনে রাখি কি কারনে
ককত কথা কত ব্যাথা আমার মনে
কজড় হয়ে ঝরে পড়ে আমার কানে
কআধারে নয়
কআলোতে ভয় দৃশ্য গুলো শব্দময়
কশূন্যতার ভীড়ে হারিয়েছে স্তব্ধ সময়
কসপ্নে নয় ঘুমে নয় সপ্ন গুলো দৃশ্যময়
কশূন্যতায় নিরবাসিত রয় স্তব্ধ সময়
কস্পর্শ নয় মৌনতা নয়
কপাশা পাশি থাকা
ককাব্য নয় রাত জাগা নয়
কপাশা পাশি থাকা
করোদের ভেতরে রোদ
কক্রোধের ভেতরে ক্রোধ
করোদের ভেতরে রোদ
কক্রোধের ভেতরে ক্রোধ
কপেছনে ফেলে সব স্মৃতি গুল আমি অজানায়
কচারিদিক শব্দহীন অনন্ত অসীম
কউজ্জ্বল আঁধারের মাঝে কায়াহীন
কতোমার নিঃশ্বাসে কিশের পাপ
কতোমার বিশ্বাসে অমানুষের জয়
কতোমার আকাশে মৃত্যুর স্বাদ
কতোমার গভীরে অসুভব কামনা
কসব সব সব সব
কসব আঁধার শেষে বিষণ্ণ চাঁদের আলোয়
কতোমার দরজায় কড়া নাড়ে
কসীমাহীন কাতরতায় ভরে আছে
কমুমূর্ষু
কতারও আগে ধ্রুবশরে ভেশে যায় অপরাপর
কহিমঘর থেকে বলি আমার কোনো পৃথক অস্তিত্ব নেই
Tengo Un Negrito Chulo – Minerva
rail liner oi bostite lyrics
ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে রেল লাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে লিরিক্স (rail liner oi bostite lyrics) খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন।